করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৬৯ জনে

- আপডেট সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৬৯ জনে। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ১ হাজার ৬৬৫ জন।
চীনের স্থাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, গেলো ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৪২ জনের। এছাড়া নতুন করে ২ হাজার ৯ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজারেরও বেশি। চীনের সকল প্রদেশসহ ভাইরাসটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৩০টি দেশে। চীনের বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ’র বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। এছাড়া ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে চার জনের মৃত্যু হয়েছে। এদিকে এখন পর্যন্ত বাংলাদেশে এই প্রাণঘাতী ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশী প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক আবিস্কার হয়েনি। তবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে আক্রান্ত হলেও নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের রোগীদের ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা বেশি।