করোনা ভাইরাসে আরও এক চিকিৎসকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডা. আনোয়ার হোসেন নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি বরিশালের রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান। গেলরাত ৩টার দিকে রাজধানীর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় দেশে ২২ চিকিৎসকের মৃত্যু হলো।
৮ জুন সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে।