করোনা ভাইরাস ঠেকাতে কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানলে আইনী ব্যবস্থা নেয়া হবে

- আপডেট সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস ঠেকাতে কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানলে আইনী ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গুজব ছড়ানো হলে সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শুক্রবার সকালে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তারা একথা জানান।
বাংলাদেশসহ বিশ্বের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মূল ভবনে এই সংবাদ সম্মেলন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে এখন দু’জন সুস্থ্য। একজন বাড়ি ফিরেছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বাংলাদেশী শ্রমিকদের কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
ডা. ফ্লোরা বলেন, যারা কোয়ারেনটাইন নির্দেশনা মানছে না বা মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করবে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সংক্রামক ব্যাধি আইন মেনে চলার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেন। স্বাস্থ্য সেবায় যারা আছেন, তাদেরও করোনা নিয়ে চিন্তিত না হওয়ার আহবান জানান ডা. আবুল কালাম আজাদ।