করোনা ভাইরাস আতংকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস আতংকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার এস আই রাশেদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে গেছে আড়াই শতাধিক যাত্রী, আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১ হাজার ১৮৩ জন পাসপোর্টধারী যাত্রী। মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা অব্যহত রেখেছে। তবে ইতিপুর্বে যে সমস্ত বাংলাদেশীরা ভারতে গেছেন, তারা ফিরতে পারছেন। অন্যদিকে, ভারতীয়রা বাংলাদেশে আসতেও পারছেন, বাংলাদেশ থেকে ভারতে যেতেও পারছেন না।