করোনা বিস্তারের মাঝে লড়াই করা পাঁচ ধরনের পেশার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মাশরাফি

- আপডেট সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনা বিস্তারের মাঝেও লড়াই করে যাওয়া পাঁচ ধরনের পেশার মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
সারাদেশে যখন সাধারণ ছুটি চলছে, বন্ধ করে দেয়া হয়েছে সবকিছু, তখন মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন কিছু মানুষ। তাদের আত্মত্যাগ ও অবদানের কথা তুলে ধরেছেন মাশরাফি। করোনা পরিস্থিতিটি পুরোপুরি স্বাস্থ্যবিষয়ক হওয়ায়, ডাক্তার-নার্সদের ধন্যবাদ দিয়েছেন মাশরাফি। যারা নিজেদের যথাযথ সুরক্ষার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নড়াইল এক্সপ্রেস। পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য-নিরাপত্তার ঝুঁকি নিয়ে কাজ করা সংবাদকর্মীদের ধন্যবাদ দিয়েছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে এসব পেশার মানুষকে ধন্যবাদ দেন তিনি।