করোনা বাড়লে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কঠোর বিধিনিষেধ জারির নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় কঠোর বিধিনিষেধ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে বসে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় সরকারের চলমান নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। একই সাথে আলোচনা হয় করোনার টিকা আর সরকারি বিধিনিষেধ নিয়েও।
পরে সচিবালয়ে এ সভার সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা সংক্রমণের লাগাম টানতে স্থানীয় প্রশাসনকে বিধিনিষেধের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।
চীন-রাশিয়ার টিকার সহজ প্রাপ্তি নিয়ে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেন্দ্রীয়ভাবে লকডাউন বাড়ানোর আপাতত কোন সিদ্ধান্ত নেই।
সভায় জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।























