করোনা প্রতিরোধে শেখ হাসিনার গৃহীত স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি অব্যাহত থাকবে

- আপডেট সময় : ১১:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, খাদ্যদ্রব্যসহ নানা দরকারী পন্য বিতরন করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপ কমিটি। এরই অংশ হিসেবে গণসচেতনতা সৃষ্টিয়ে সাহায্যকারী গণমাধ্যমগুলোর হাতে করোনা প্রতিরোধী সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, অতীতের মত যে কোন সংকট মোকাবেলায় আওয়ামী লীগ সক্রিয় আছে। সারাদেশেই সচেতনতা কার্যক্রম চলছে। এ দুর্যোগকেও সবাই সাহসের সাথে মোকাবেলা করবে। সচেতন থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারন সম্পাদক গুজবে কান না দেয়ার আহ্বান জানান। এদিকে এক ভিডিও বার্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, আতংকিত নয়, সচেতন থাকতে হবে। সরকার ও ডাক্তারদের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।