করোনা প্রতিরোধে বিভিন্ন জেলায় চলছে লকডাউন

- আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে কুমিল্লা, শেরপুর, পাবনা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় চলছে লকডাউন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব সৃষ্টিতে প্রশাসনের নির্দেশে কুমিল্লায় চলছে লকডাউন। নগরীর রাস্তাঘাট এখন ফাঁকা এবং প্রায় জনশূন্য। খাবার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব দোকানপাট ও গণপরিবহন। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল।
দ্বিতীয় দিনের মতো শেরপুরে চলছে অঘোষিত লকডাউন। দূরপাল্লার যানবাহন এবং দোকানপাট বন্ধ থাকার কারণে শহরে চলছে সুনসান নীরবতা। জেলায় সবকটি উপজেলায়ও একই চিত্র দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী জনগণকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গ্রামাঞ্চলে কোথাও কোথাও চায়ের দোকানে এখনো চলছে আড্ডা। জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৩৯ জনকে। এর মধ্যে মেয়াদ শেষ হয়েছে ৬৬ জনের। তবে কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন স্থানে চারজনকে জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাস সতর্কতায় পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। স্থানীয়রা জানান, গত দু’দিনে করোনা আক্রান্ত মাদারীপুর থেকে ৪২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে মোট ৬৪ জন কর্মজীবী মানুষ কাটাখালী গ্রামে এসেছেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে করোনা ভাইরাস সচেতন কমিটি রাতেই সেখানে গিয়ে পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সবাইকে ঘরে রাখতে ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ ও বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে জনগণকে করোনা প্রতিরোধে নানা পরামর্শ দিচ্ছেন তারা।