করোনা পরীক্ষার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস শনাক্ত করতে পরীক্ষার নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম ইকবাল।সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি আখাউড়া পৌর এলাকার খড়মপুর গ্রামের একটি মসজিদের ইমাম ।
তার পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে ইকবাল জ্বর, ঠাণ্ডাসহ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। আজ তাঁকে করোনাভাইরাস পরীক্ষা করাতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে তাঁকে মৃত ঘোষণা করেন।