করোনা পরীক্ষাগারসহ তিনদফা দাবিতে যশোরে প্রতিকি মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের পরীক্ষাগারসহ তিনদফা দাবিতে যশোরে দশমিনিটের প্রতিকি মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী।
দুপুরএ প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপন, ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন ব্যবস্থা ও আইসিইউ স্থাপন এবং দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তায় রেশনিং প্রথা চালুর দাবি জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদসহ সিপিবির জেলা সভাপতি এড্যাভোকেট আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলো।