করোনা পরিস্থিতিতে জরুরি বার্তা দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো-রুট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে জরুরি বার্তা দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো-রুট। সামাজিক দায়িত্ব পালনে, সবাইকে সচেতন করার লক্ষ্যে এই জরুরি বার্তা দিয়েছেন রুট।
টুইটারে এক ভিডিও বার্তায় রুট জানান, জীবন বাঁচাতে সাহায্য করতে সবার ঘরে থাকার বিকল্প নেই। এছাড়া শুধুমাত্র খাবার, ওষুধ ও ব্যক্তিগত জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে না বেরোনোর অনুরোধ করেছেন জো রুট। একই সাথে একে অপরের সঙ্গে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। এদিকে, একের পর এক দেশ লকডাউন করে দেয়া হয়েছে করোনার বিস্তার রোধে। বাদ যায়নি রুটদের ইংল্যান্ডও। করোনার প্রভাব বাড়তে থাকায় যুক্তরাজ্যেও চলছে লকডাউন। সেই নির্দেশ মেনেই বাড়িতে বসে সময় কাটছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের।