করোনা দুর্যোগের মাঝে মানিকগঞ্জে এখন আরেক আতঙ্কের নাম- নদী ভাঙন
- আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনা দুর্যোগের মাঝে মানিকগঞ্জে এখন আরেক আতঙ্কের নাম- নদী ভাঙন। পদ্মা-যমুনার পানি বৃদ্ধির সাথে নদীভাঙনে দিশেহারা আরিচা ঘাটের শত শত ব্যবসায়ী ও স্থানীয় জনগণ। এরই মধ্যে পদ্মায় বিলীন হয়েছে ঐতিহ্যবাহী এই ঘাটের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও অসংখ্য ঘরবাড়ী। হুমকির মুখে কয়েকশ’ দোকান-পাটসহ আরো অনেক গুরুত্বপুর্ণ স্থাপনা। ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী সমাধান হিসেবে কিছু জিও ব্যাগ ফেলা শুরু হলেও সেখানে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
যমুনা নদীর পানি বৃদ্ধিতে আরিচা নৌবন্দরের নিহালপুর থেকে দক্ষিণে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে ভাঙ্গন। ভাঙন ঠেকাতে সরকারীভাবে স্থায়ী কোনো উদ্যোগ না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগেই নানা প্রচেষ্টা চালাচ্ছেন। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা তাদের।
আরিচা ঘাটের ভাঙ্গন প্রতিরোধে আপদকালীন ব্যবস্থা হিসেবে ১ কোটি ২০ লাখ টাকার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ বসানোর কাজে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ করে স্থানীয় ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন বলে জানালেন।
আপদকালীন অস্থায়ী কাজের বদলে আরিচার ভাঙ্গন প্রতিরোধে প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী বেড়িবাধ নির্মাণের প্রস্তাব পাঠানোর কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী আরিচা বন্দরের ভাঙ্গন প্রতিরোধে প্রতিবছর পাউবো’র অপচয়মূলক কাজ বাদ দিয়ে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের।























