করোনা উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জেলায় ৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় ফেনী, ঢাকার ধামরাই, গাইবান্ধা ও মৌলভীবাজারসহ ৫ জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকার ধামরাইয়ে ষাটোর্ধ আরও এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে। সে উপজেলার ছোট চন্দ্রাইল এলাকার বাসিন্দা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে সুমন মোহন্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের আনন্দ মোহন্তের ছেলে। সিলেটের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা সুমন ক’দিন আগে নিজ বাড়িতে আসে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারে করোনা উপসর্গে ডাক্তার দেখাতে গিয়ে ওই ডাক্তারের চেম্বারেই শামীম আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই যুবক মারা যায়। সে দীর্ঘদিন ধরে শ্বাসকস্ট জনিত রোগে ভুগছিলেন।