করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও ঝিনাইদহে মারা গেছে তিনজন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও ঝিনাইদহে মারা গেছে তিনজন।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সকালে মারা গেছেন এক নারী। তিনি কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন। বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে, জেলায় করেনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৮৯ জন।
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার পৌরসভা এলাকায় মারা গেছেন একজন। মৃত ব্যক্তি পৌরসভার মাঝের হাটি রোডের বাসিন্দা। গেলরাতে সিলেটেরএকটি হাসপাতালে মারা যান।
এদিকে, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গেলরাতে আরো একজনের মৃত্যু হয়েছে।





















