করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দু’জন, ঠাকুরগাঁওয়ে দু’জন এবং খুলনায় একজনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দু’জন, ঠাকুরগাঁওয়ে দু’জন এবং খুলনায় একজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তালা উপজেলার হার্ডঅয়্যার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলামসহ করোনা উপসর্গে মারা গেছেন। এছাড়া একই হাসপাতালে গতরাত সাড়ে ৮টায় সদর উপজেলার ঘোনার কাথন্ডা গ্রামের ফজর আলীর ছেলে কৃষক পিয়ার আলী মারা যান।
এদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে। তার নাম আব্দুল জলিল। অপরজন সদর উপজেলার আউলিয়াপুর ইউপির কচুবাড়ি গ্রামের রাণী। তাদের মরদেহ করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ওদিকে, খুলনা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনা লক্ষণ নিয়ে চিকিৎসাধীন মোঃ আশরাফুর রহমান নামে এক রোগী মারা গেছেন। সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান। খুলনা মেডিকেলে পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।