করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ও মানিকগঞ্জে ২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ও মানিকগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিকাশ দত্ত নামে ৭০ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গেল রাত ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার সবুজবাগের বাসায় তিনি মারা যান। ১০/১২ দিন ধরে বিকাশ দত্ত সর্দি-কাশি, জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। বিকাশ দত্ত মারা যাওয়ার পর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে চিকিৎসক দল তার নমুনা সংগ্রহ করেছে।
এদিকে, মানিকগঞ্জের সিংগাইরে করোনা উপসর্গ নিয়ে বাদল সাহা নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়মণ্ডবের রাধানাথ সাহার ছেলে। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি। সিভিল সার্জন ডা. মোহাম্মদ আনোয়ারুল আমিন আখন্দ জানান, বাদল সাহা বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।