করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে ৩ জনসহ ৬ জেলায় ৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে ৩ জনসহ ৬ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সকালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। পাশাপাশি মৃতব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যবিভাগ।
নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন তমল দাস ও হেদায়েত হোসেন। তারা দু’জনেই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী পৌরসভার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোমিনুর রহমান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি দৌলতপুর কবির বটতলা এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে শারাফাত হোসেন। তিনি ২ দিন ধরে জ্বর, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।
ধামরাইয়ে গেলো ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল পৌরসভার কায়েতপাড়া এলাকার ওই নারী মারা যায়। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মাহিদ উল্লাহ নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকাল ৭টার দিকে কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের পালগাও গ্রামের নিজ বাড়িতে ওই বৃদ্ধ মারা যান। গত কয়েকদিন ধরে তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
এদিকে,করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বজরাপুর রেলগেট গ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল রাতে নিজ বাড়ীতে তিনি মারা যান। কোহিনুর কেমিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজীপুর জেলার কাপাসিয়ায় কাজ করতেন তিনি।