করোনা আতঙ্কে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা

- আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে জোরদার করা হয়েছে সেনা টহল। পাড়া-মহল্লায় সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
করোনা আতংকে কার্যত পুরো রাজধানীই জনশূন্য। রাস্তায় নেই আগের মতো কোলাহল, জনসমাগম ও জটলা।
খুব একটা প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ। জরুরি কাজে যারা বের হচ্ছেন তারাও বাড়তি সতর্কতায় মাস্ক পরে নামছেন ঢাকার রাস্তায়।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে জোরদার করা হয়েছে সেনা টহল। পাশাপশি রাস্তায় চেকপোষ্ট বসিয়ে সামাজিক দূরত্ব বজার রাখতে উদ্বুদ্ধ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানুষের অবাধ চলাচলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই সবাইকে ঘরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের ।