করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা ও মাদারীপুরে দুই’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা ও মাদারীপুরে দুই’জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে।
সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান। গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বৃদ্ধ নজরুল ইসলাম। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতরাতে একজন মারা গেছে । গত সপ্তাহে করোনার উপসর্গ থাকায় পরিবারের স্বজনরা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা নেন এবং করোনা পরীক্ষার নমুনা দিয়ে বাড়িতে চলে যান। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।