করোনায় সরকারের পাশাপাশি সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান :শ ম রেজাউল করিম

- আপডেট সময় : ০৮:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
মহামারি করোনা থেকে রক্ষায় সরকারের পাশাপাশি সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সরকারের একার পক্ষে করোনা মোকাবিলা সম্ভব নয়।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সকল দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের জনগণ সরকারের পাশে ঐক্যবদ্ধ থাকলে করোনা মোকাবিলায় সফল হবে বাংলাদেশ। পরে করোনা মোকাবিলায় ডিআরইউর সদস্যদের জন্য বেস্ট এইডের সাথে টেলিমেডিসিন সেবা কার্যক্রমে এক সমঝোতা স্মারক সই হয়। এ সময় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ জানান, চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা টেলি-কনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কোন স্বাস্থ্য সমস্যায় বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা নিতে পারবেন।