করোনায় মারা গেলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মা- ডলোরস সালা কারিও। স্পেনে বার্সেলোনার মানরাসায় মারা যান ৮২ বছর বয়সী এই মহিলা।
গার্দিওয়ালার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে, ম্যানচেস্টার সিটি। গেলো মাসে করোনাভাইরাস প্রতিরোধে স্পেনে ১ মিলিয়ন ইউরো দান করেছিলেন পেপ গার্দিওলা। এর আগে মায়ের নামে করা তহবিল থেকে বার্সেলোনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য অর্থও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই করোনা ভাইরাসেই নিজের মাকে হারালেন পেপ গার্দিওলা। এদিকে, সালা কারিও’র মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং গার্দিওলার সাবেক দুই ক্লাব- বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ আরও বেশকিছু ক্লাব।