করোনার প্রভাবে অনিশ্চিত এবি ডি ভিলিয়ার্সের জাতীয় দলে ফেরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে অনিশ্চিত এবি ডি ভিলিয়ার্সের জাতীয় দলে ফেরা। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অবসর ভেঙ্গে জাতীয় ফেরার কথা এবি ডি ভিলিয়ার্সের। কিন্তু করোনার কারণে তার ফেরা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বজুড়ে থমকে আছে ক্রিকেট। এরই মধ্যে বাতিল হয়েছে সব ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়েও আছে ধোয়াশা। যদিও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতির উন্নতি না হলে পিছিয়ে যেতে পারে এবারের আসর। আর বিশ্বকাপ পিছিয়ে গেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনায় ভাটা পড়বে। দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানান ডি ভিলিয়ার্স। এক বছরের জন্য টুর্নামেন্ট স্থগিত হলে অনেক বাস্তবতাই বদলে যাবে বলেও জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।