করোনার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এসময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক বিষবাষ্প নির্মূল করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এরপর দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।