করোনামুক্ত হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
করোনামুক্ত হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারে গতকাল কোভিড পরীক্ষার নমুনা দিয়ে, আজ ফল পেয়েছেন। নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
রোববার সংবাদ বিবৃতিতে বাফুফে জানায় শিগগিরই দেশে ফিরবেন জামাল। কাতারের সাথে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে বাকি ফুটবলাররা দেশে ফিরলেও, ছুটি কাটাতে দেশটিতে ছিলেন জামাল ভূঁইয়া। পরে কাতার থেকেই কলকাতার মোহামেডানে খেলতে ভারত যাবার কথা ছিল জামালের। ভারতে যাওয়ার আগে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষার নমুনা দিয়ে পজিটিভ ফল পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরে কাতারেই আইসোলেশনে ছিলের জামাল ভূঁইয়া।



















