করোনাভাইরাস মোকাবেলায় এবার ব্যবহৃত হবে ক্রিকেট স্টেডিয়াম

- আপডেট সময় : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় এবার ব্যবহৃত হবে ক্রিকেট স্টেডিয়াম। ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামটি জাতীয় স্বাস্থ্য সংস্থাকে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ওয়ারউইকশায়ার।
কভিড-১৯ রোগের টেস্ট সেন্টার হিসেবে স্টেডিয়ামটি ব্যবহার করবে এনএইচএস কর্মীরা। আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু করা হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এজবাস্টন ব্যবহৃত হবে টেস্ট সেন্টার হিসেবে। স্টেডিয়ামের গাড়ি পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হবে জাতীয় স্বাস্থ্য সেবার চলতি পরীক্ষা জন্য। এদিকে, আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকা জাতীয় স্বাস্থ্য সেবার সকল সদস্যদের ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টের আগামী আসর দেখা ফ্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়ারউইকশায়ার। মৌসুমের সূচি চূড়ান্ত হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।