করোনা মহামারীর পরে চাহিদা অনুযায়ী বিদেশে কর্মী পাঠানো হবে : প্রবাসী কল্যান মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনা মহামারীর পরে চাহিদা অনুযায়ী বিদেশে কর্মী পাঠানো হবে, জানিয়েছেন প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমেদ। আটকা পড়া প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হবে একইসঙ্গে চাকরীর ব্যবস্থা নেয়া হচ্ছে।
সকালে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, করোনার টিকা দেয়ার ক্ষেত্রে বিদেশগামীদের অগ্রাধিকার দেয়ার জন্য সুপারিশ করা হবে। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও দক্ষতা অর্জনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন অভিবাসন আইন ও মানব পাচার আইনের মধ্যে সাংঘর্ষিক বিষয়গুলো সমাধানে সরকারের প্রতি আহবান জাআন।

















