করোনা নিয়ে কোন পলিটিক্স না করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান :ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে যখন যেখানে শাটডাউন করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা নিয়ে কোন পলিটিক্স না করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।
বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি শাটডাউন করতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে শাটডাউন করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সে জন্য যা যা করণীয় করা হবে। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারিভাবে কঠোর নজর দেয়া হবে। প্রাণঘাতি ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। করোনা অভিন্ন শত্রু, কোন পলিটিক্স না করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্বের জন্য এটি নতুন অভিজ্ঞতা। যে ইক্যুয়িপমেন্ট দরকার, তার যে ঘাটতি সেটি পূরণের চেস্টা করা হচ্ছে। ঘাটতি পূরণে আন্তরিকতার ঘাটতি নেই।