করোনা আতঙ্কে ফ্রান্স ছেড়ে ব্রাজিল ফিরলেন নেইমার ও থিয়াগো সিলভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে ফ্রান্স ছেড়ে ব্রাজিল ফিরলেন পিএসজি তারকা নেইমার ও থিয়াগো সিলভা।
করোনা ভাইরাসে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সব ক্রীড়া ইভেন্টই স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ফ্রান্স অবরুদ্ধ ঘোষণা হওয়ার পর ফ্রান্স ছেড়েছেন নেইমার ও থিয়াগো সিলভা। এদিকে পিএসজি তাদের সব খেলোয়াড়কে দেশ ছাড়ার এবং স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার অনুমতি দিয়েছে। যারা প্যারিসে থাকতে চান, তাদেরও ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাতেই নেইমার ও সিলভা ক্লাবের সম্মতি নিয়ে ফ্রান্স ছেড়েছেন।