করোনা আক্তান্ত হয়ে সাতক্ষীরা, মাদারীপুর ,নড়াইল ও মৌলভীবাজারে চার’জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা আক্তান্ত হয়ে সাতক্ষীরা, মাদারীপুর ,নড়াইল ও মৌলভীবাজারে চার’জনের মৃত্যু হয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনারুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ২২ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি।
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের প্রবীন ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যু হয়েছে। ভোর ৫টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। ৮৫ বছর বয়সী ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগেও ভূগছিলেন। এমতাবস্থায় তার শরীরে করোনা পজেটিভ সনাক্ত হলে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মাদারীপুরের শিবচরে করোনা আক্রান্ত হয়ে একব্যক্তি গতরাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন তিনি। করোনার উপসর্গ থাকায় পরিবারের স্বজনরা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন । পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত হয়ে নড়াইলের বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কালি কিংকর ভট্টাচার্য মৃত্যুবরণ করেছেন। সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কালিকিংকর ভট্টাচার্যের শরীরে ১০-১২ দিন আগে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাকে খুলনায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমূনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।