করোতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০

- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। নতুন করে আরও ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজ আবহাওয়া অনুকূলে এবং নদীর পানি কমে যাওয়ায় উদ্ধার কাজ সহজ হবে।ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।
এর আগে গতকাল নৌকাডুবির দ্বিতীয় দিনে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, গতকাল রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল রোববার শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুটা দূরে গেলে দুলতে দুলতে এক পর্যায়ে ডুবে যায়।