কয়েক দিনের টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী এলাকা
- আপডেট সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
কয়েক দিনের টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী এলাকা। স্থবির হয়ে পড়েছে সব কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা ফোরলেন মহাসড়ক নির্মাণ করতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে বন্ধ রয়েছে ৩০ কারখানার উৎপাদন। প্রতিদিন লাখ লাখ টাকার লোকসান গুণছে কারখানা মালিকরা। স্থায়ী সমাধান তাদের দায়িত্ব নয় বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীর কারখানার ভেতরের অবস্থা এটি। কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে পুরো শিল্প নগরী। ফোরলেন প্রকল্পের কাজে পানি ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এলাকায় এখন চরম দুরবস্থা। গড়ে ওঠা ৭২ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সংকটে বন্ধ ১২ কারখানা। জলাবদ্ধতায় উৎপাদন বন্ধ ৩০টির।এতে দৈনিক লাখ লাখ টাকা লোকসান গুণছেন মালিক পক্ষ। কাজ হারিয়েছে কর্মরত শ্রমিকরাও।
চালু থাকা কারখানা শ্রমিকরাও আসা-যাওয়ার ক্ষেত্রে ক্যামিকেল মিশ্রিত পানির কারণে ভূগছেন নানা সমস্যায়।
জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা না নিলে বিসিকের পরিস্থিতি খারাপ হবে বলে মন্তব্য এই ব্যবসায়ী নেতার।
ফোরলেন কর্তৃপক্ষ বলছে, সাময়িকভাবে পানি সরানোর ব্যবস্থা করলেও স্থায়ী ব্যবস্থা করা তাদের দ্বায়িত্ব নয়।
৯০’ দশকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নন্দনপুরে ২২ একর জায়গায় গড়ে তোলা হয় এই শিল্প নগরী।









