কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে বড় জয় পেয়েছে নারী ক্রিকেট দল

- আপডেট সময় : ০৯:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে আবারও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
বাংলাদেশের দেয়া ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৪৫ রানে অলআউট হয় কেনিয়া। মালয়েশিয়ার কিনরারা ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৫০ রানের ছয় টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। সপ্তম উইকেটে সালমা খাতুন ও রিতু মনির রেকর্ড ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৫ রানে থামে বাংলাদেশ। সালমা ৩৩ আর রিতু মনি অপরাজিত ৩৯ রানে। কুইন্টর আবেল নেন ৩টি উইকেট। জবাবে নাহিদা আক্তারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দাঁড়াতে পারেনি কেনিয়া। দশ ব্যাটারই ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর। ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন শারন ঝুমা। ১২ রান খরচায় নাহিদা আক্তার নেন ৫ উইকেট। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ট্রাইগ্রেসরা। পরের ম্যাচে ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।