ভারত থেকে আমদানি হওয়ার খবরে কমতে শুরু করেছে আলু-ডিমের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২০৮১ বার পড়া হয়েছে
ভারত থেকে আলু ও ডিম আমদানি হওয়ার খবরে দিনাজপুরে কমতে শুরু করেছে আলু-ডিমের দাম। প্রতি কেজিতে আলুর দাম কমেছে ১০ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত। আর প্রতি হালি ডিমের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।
দিনাজপুর বাহাদুরবাজার কাঁচামাল আড়ৎদার সমিতির নেতা বাদশা মিয়া জানান, ভারত থেকে আলুর আমদানির খবরে প্রতি কেজি আলুর দাম কমেছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। দেশী আলুর কেজি ৪২ থেকে ৫২ টাকা। এর আগে প্রতি কেজি আলু বিক্রি হয় ৬৫ থেকে ৭০ টাকা। ভারত থেকে আমদানি করা আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে।
আলু ও ডিমের দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। দিনাজপুরের হিলি স্থল বন্দরের কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ৩০ আমদানিকারক ২৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে আলুর আমদানি।