কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক দুটি সামাজিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।
দুর্বৃত্তরা গভীর রাতে কাজিচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পাশ্বর্বর্তী ইসলাম পাড়া গ্রামের কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।