কন্টেইনার ডিপোর জন্য ২৫ টি দফতরের লাইসেন্স ও এনওসির সবকটিই রয়েছে : বিএম ডিপো কর্তৃপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বেসরকারী কন্টেইনার ডিপোর জন্য ২৫ টি দফতরের লাইসেন্স ও এনওসির সবকটিই রয়েছে বলে দাবি করেছে কেমিক্যাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের বিএম ডিপো কর্তৃপক্ষ।
বিকেলে নগরীর একপি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএম কন্টেইনার ডিপোর প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক অবসর প্রাপ্ত মেজর শামসুল হায়দার চৌধুরী। তিনি আরো বলেন, ডিসেম্বরে বিডার একটি বিশেষজ্ঞ দল বিএম ডিপো পরিদর্শনে যান।অগ্নিকাণ্ড নিয়ন্ত্রনের দুর্বলদিকগুলো সম্পর্কে ডিপো কর্তৃপক্ষকে কিছুই জানায়নি। দুর্ঘটনার পর ডিপো কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা ও নিহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি। ২৫ টি প্রতিষ্ঠানের গাফিলতি জানিয়ে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।





















