কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুকে প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুকে প্রত্যাহার করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের অফিসে যুক্ত করা হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইউএনও। পরে, তার বিরুদ্ধে প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে ইউএনও খসরুকে ওএসডি করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এরই মধ্যে তাকে রং-হেডেড আখ্যায়িত করেছে হাইকোর্ট।




















