কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে রোহিঙ্গা শরনার্থী ও স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রমজান উপলক্ষে কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে ২৩ হাজার রোহিঙ্গা শরনার্থী ও স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের দেয়া এসব পণ্য বিতরণে সহযোগিতা করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।
সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৫ দিনব্যাপী এ খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিং সালমান সেন্টারের প্রকল্প পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দুল্লাহ আল-মাহাদী। এর আগে স্থানীয় হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। এতে উপস্থিত ছিলেন দুই সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।










