কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে আইনজীবী আব্দুল্লাহ আল হারুন এই আবেদন করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। রিটকারী আইনজীবী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা থেকে যেসব বক্তব্য পাওয়া গেছে, তা অনেকটা সাংঘর্ষিক। সেজন্য নতুন করে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, কক্সবাজারের রেবের সিওসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। গত ২২ ডিসেম্বর কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে ধর্ষণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরে, ওই চক্রের মূলহোতা আশিকুলসহ অন্যদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।