কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী আশু আলী কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী আশু আলী রেবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শহরে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত এই সন্ত্রাসী।
ভোরে শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রেব-১৫’এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান জানান, কক্সবাজারে সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় সন্ত্রাসী আশু আলীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় রেব-এর একটি দল। রেবের উপস্থিতি টের পেয়ে আশু বাহিনীর সদস্যরা গুলি করে। আত্মরক্ষার্থে রেবও পাল্টা গুলি করলে আশু আলী গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দেশীয় তৈরি একটি এলজি, দু’টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।