কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারে সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচে।
সকালে সাগরের নাজিরারটেক থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, গেল রাত পর্যন্ত নিখোঁজ জেলেদের মধ্যে নাজিরারটেক পয়েন্টে বিচ্ছিন্নভাবে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের বোটটি। পরে বিভিন্নভাবে খোঁজ করে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আট জন। এদের মধ্যে দুইদিনে উদ্ধার হলো পাঁচজনের মরদেহ।



























