কক্সবাজারে ভাইয়ের ছুরিকাঘাতে খুন ভাই

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ভাই। তারা সম্পর্কে চাচাত ভাই। পরকিয়া প্রেমের জেরে এই হত্যাকান্ড বলে ধারণা পুলিশের।
বেলা ১১টার দিকে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ করিম ওই গ্রামের বাসিন্দা। ঘটনায় জড়িত ছালামত উল্লাহকে এখনও আটক করা যায়নি। উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ছৈয়দ করিমকে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্বজনরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।