কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ইয়াবা কারবারী বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিল মিজান। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিল মিজান। কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ইয়াবা উদ্ধারে গেলে তার সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে মিজান নিহত হয়। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি বন্দুক উদ্ধার করা হয়।