কক্সবাজারে জঙ্গি ধরতে রোহিঙ্গা ক্যাম্পে র্যা বের অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়েছে রেব। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভোরে এ অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ২ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। রেবের দাবি, তারা জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য। আটক দুজনে মধ্যে রনবীর সূরা সদস্য ও সামরিক শাখার প্রধান এবং বাশার সহযোগী বোমা বিশেষজ্ঞ। রেব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়। এসময় রেবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি আস্তানা থেকে গুলি ছোড়া হয় তারা। রেবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে আটক করা হয় তাদের। এসময় উদ্ধার করা হয় দেশী-বিদেশী অস্ত্র। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া
যায়নি।