কক্সবাজারে আলাদা কথিত বন্দুকযুদ্ধে দুই শীর্ষ ডাকাত নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫১ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে আলাদা কথিত বন্দুকযুদ্ধে দুই শীর্ষ ডাকাত নিহত হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজারের চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের গহীন পাহাড়ে ভোরে ডাকাত দলের দু’পক্ষের বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু ডাকাত নিহত হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।নিহত আনু উপকূলীয় অঞ্চলের ১৭ মামলার পলাতক আসামি এবং চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের লাল মোহাম্মদ পাড়ার মুজিব উল্লার ছেলে। অন্যদিকে, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের শীর্ষ ডাকাত জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাত রেবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।এসময় অস্ত্র-গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।























