কক্সবাজার-কুয়াকাটায় খাবারের গলাকাটা দাম : নেয়া হচ্ছে বাড়তি রুম ভাড়া

- আপডেট সময় : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
টানা তিন দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার ও কুয়াকাটা । আর এই সুযোগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে খাবারের গলাকাটা দাম নেয়ার অভিযোগ উঠেছে। বাড়িয়ে দেয়া হয়েছে রুম ভাড়াও। এতে ক্ষুব্ধ পর্যটকরা।
পর্যটকরা জানান, রেস্টুরেন্টে যে খাবারের দাম অন্য সময়ে দেড়শ’ থেকে ২শ’ টাকা নেয়া হয় তা বর্তমানে রাখা হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা। বেশির ভাগ রেস্টুরেন্টেই একই অবস্থা। অন্যদিকে, অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়া হয়েছে হোটেল-কটেজের রুম ভাড়াও। ১ হাজার টাকার কক্ষের ভাড়া ৫ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পর্যটকরা। এদিকে, শহরে চলাচলকারী অটোরিকশাতেও গুণতে হচ্ছে দুই থেকে গুণ বাড়তি ভাড়া। এরইমধ্যে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করেছে প্রশাসন। দেশী-বিদেশী পর্যটকের উপস্থিতিতে টইটুম্বুর সূর্যদয়-সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং কক্সবাজার। রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিতিতে দেখা গেছে এই দুই সমুদ্র সৈকতে।