ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

- আপডেট সময় : ১২:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে অজিরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারীরা।
ব্রিজটাউনে স্বাগতিকদের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভার ৩ বল হাতে জয় পায় অস্ট্রেলিয়া। দুই অজি ওপেনার হতাশ করলেও জয়ের ভীত গড়ে দেন অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শ। ক্যারি ৩৫ ও মার্শ ফেরেন ২৯ রানে। হাফসেঞ্চুরি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ম্যাথিও ওয়েড। এছাড়া বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও ১৯ রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা অ্যাস্টন অ্যাগার। ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মিচেল স্টার্ক। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র এভিন লুইস ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৫৫ রানে ক্যারিবিয় ওপেনারের ব্যাট থেকে। তিন উইকেট নেন পেসার মিচেল স্টার্ক।