ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের মিশনে কাল মাঠে নামবে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের মিশনে কাল মাঠে নামবে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। আহমেদাবাদে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
টানা দুই ম্যাচ জিতে উড়ছে ভারত। প্রথম ওয়ানডেতে ৬ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে রোহিত শর্মার দল। সিরিজ নিশ্চিত হওয়ায় এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিকরা। পরিবর্তন আসতে পারে ভারত একাদশে। ওপেনার ঋষভ পান্তের পরিবর্তে খেলবেন শিখর ধাওয়ান। ঘুরে দাঁড়ানোর চেষ্টা ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ হারলেও হোয়াইটওয়াশ এড়াতে চায় ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।










