ওয়ার্ড কাউন্সিলর তরিকুল হত্যার ঘটনায় মোট ৭৭ জনের নামে থানায় মামলা দায়ের

- আপডেট সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ পৌরসভার নিবাচিত ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় মোট ৭৭ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় স্বপন ব্যাপারী নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের ছেলে একরামুল হাসান হৃদয় বাদী হয়ে গেলরাতে ৩২ জনের নাম উল্লেখসহ অঞ্জাত আরও ৪৫ জনসহ মোট ৭৭ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় প্রধান আসামী করা হয়েছে ৬নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ নগর ব্যাপারী পাড়ার বাসিন্দা শাহাদাৎ হোসেন বুদ্দিনকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন ফারুকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গেল শনিবার বিজয়ী হওয়ার পর তরিকুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।