ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড

- আপডেট সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ধারাবাহিক জয়ে টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওভালে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ইংলিশরা। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
বিপর্যয়ে দলের হাল ধরেন ধনঞ্জয় ডি সিলভা ও দাসুন সানাকা। মূলত এই দুই ব্যাটসমানের কল্যাণেই দলীয় স্কোর দুইশ’ পার করে শ্রীলংকা। ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ধনঞ্জয়; আর শানাকা ৩ রানের জন্য ফিফটি বঞ্চিত। তবে কেউই তেমন সুবিধা করতে না পারায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান তোলে লঙ্কানরা। ৫ উইকেট নেন সাম কুরান। ৪ উইকেট শিকার ডেভিড উইলির। জবাবে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জেসন রয় ও জনি বেয়ারস্টো। রয় ৬০, আর বেয়ারস্টোর উইলো থেকে আসে ২৯ রান। পরে আর কোন বিপদ হতে দেননি রুট ও মরগান। এ দু’য়ের অবিচ্ছিন্ন ১৬৮ রানে জুটিতে ৪২ বল হাতে জয় পায় ইংল্যান্ড। রুট ৬৮ ও মরগান অপরাজিত ছিলেন ৭৫ রানে। আগামী রোববার ব্রিস্টলে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।