ওয়ানডে বিশ্বকাপে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৯২২ বার পড়া হয়েছে
ওয়ানডে বিশ্বকাপে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
মুম্বাইতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। পরে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ বলে ১০৯ রান করেন হেনরিক ক্লাসেন। রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে আসে ৮৫ রান। মার্কো জ্যানসেন করেন ৭৫ রান।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন রিস টপলে। দুইটি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পরেনি ইংল্যান্ড। দলীয় ১৮ রানে লুঙ্গি এনগিদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। পরে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পরে ২২ ওভার সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৭০ রান তুলে ইংলিশরা।